রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীর দিঘীরপাড় ইউনিয়ন শাখার উদ্দ্যোগে গন সমাবেশ অনুষ্ঠিত সুজন এর সাতক্ষীরা সদর উপজেলা কমিটি অনুমোদন কালিগঞ্জে ইকরা তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন  গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে আইইউটির শিক্ষার্থীর মৃত্যু ৩ আহত ১৫ রংপুরে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের বিভাগীয় সমাবেশ কালিগঞ্জে র‍্যাবের অভিযানে ৩৪৭বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক  বোয়ালখালীতে মদ বিক্রেতা আটক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ

আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে রেলি ও আলোচনা সভা।

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ১৩৬ বার পঠিত

 

সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ

নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ

এই স্লোগানকে সামনে রেখে আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ এর উদ্বোধন উপলক্ষে র‍্যালী, মাছ অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পথমে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বর থেকে বিভিন্ন সড়ক প্ররুদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পুকুরে যেয়ে ২৫ কেজি রুই, কাতলা ও মিরগিল মাছ অবমুক্ত করেন।

পরে বিআরডিবি হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। এ সময় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি ও মৎস্য সম্পদকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের অর্থনৈতিক অবকাঠামোকে মজবুত করে সোনার বাংলাদেশ গড়ার পরিকল্পনা করেন। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পাদনের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মৎস্যখাতকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে মৎস্য চাষী ও জেলেদেরকে আর্থিক প্রণোদনা সহ নানাবিধ সুযোগ-সুবিধা প্রদান করে। এতে মৎস্যখাতকে দেশের অন্যতম রপ্তানি খাতে পরিণত করতে সক্ষম হয়েছেন। যার ফলে বাংলাদেশ আজ ইলিশ উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করতে সক্ষম হয়। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, মুসলিমা খাতুন মিলি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, বিআরডিবি কর্মকর্তা বিশ্বজিৎ কুমার ঘোষ, উপজেলা মেরিন ফিসারিজ অফিসার রত্না রানী সাহা, সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সরদার, সুফলভোগী সাইফুল আলম। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল ইসলাম। আলোচনা সভা শেষে উপজেলার শ্রেষ্ঠ তিন জন মৎস্য চাষীকে ক্রেস্ট প্রদান করা হয়। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জেলে ও মৎস্য চাষিরা অংশগ্রহণ করেন।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।