আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
আশাশুনিতে ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মিজানুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম বলেন স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে চলেছেন। তিনি ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সম্পর্কে তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষকে অবহিত করতে হবে যাহাতে কোন শিশু বাদ না যায় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। উপজেলার ১১ টি ইউনিয়নে ১৫-১৯ জুন ২০২২ তারিখ পর্যন্ত ভিটামিন এ প্লাস ক্যম্পেইন অনুষ্ঠিত হবে। এ ক্যাম্পেইনের আওতায় ০৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল ক্যাপসুল খাওয়ানো হবে। ০৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের নিকটস্থ টীকা কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মিজানুল হক।