আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
আবারো আশাশুনির বড়দলে স্বামী স্ত্রীকে চেতনানাশক ঔষুধ খাইয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে একটি সংঘবদ্ধচক্র। এ ঘটনায় তথ্য অনুসন্ধান এবং পাশ্ববর্তী লোকজনের সাথে কথা বলে জানাগেছে রোববার রাতে উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের মৃত সিদাম কুন্ডুর ছেলে স্বপন কুন্ডু (মাখম কুন্ড) (৮০) ও তার স্ত্রী ঊষা রানী কুন্ডু (৬৫)কে ভাতের সঙ্গে চেতনা নাশক ঔষধ খাইয়ে অচেতন করে টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে একটি সংঘবদ্ধচক্র। স্থানীয়রা জানান, সোমবার সকাল ৮টার দিকে প্রতিদিনের ন্যায় দুধওয়ালা ডলি রানী তার বাড়িতে দুধ নিতে এসে দেখে খাওয়ার প্লেটের পাশে গৃহবধু ঊষা রানী ও ঘরের ভিতরে খাটের উপরে স্বপন কুন্ডু অচেতন অবস্থায় পড়ে আছে। তখন তিনি পার্শ্ববর্তী লোকজনকে ডাকলে তারা এসে অচেতন অবস্থায় স্বামী-স্ত্রী দুজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত চেতনা নাশক ঔষধ নাকি স্প্রে করে অজ্ঞান করেছে এবং স্বর্ণালংকারসহ নগদ কত টাকা নিয়ে গেছে তার সঠিক তথ্য পাওয়া যায়নি। আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ মমিনুল ইসলাম (পিপিএম) বলেন, বিষয়টা আমার কেউ জানায়নি। সেখানে পুলিশ পাঠিয়েছি অচেতন ব্যক্তিদের চিকিৎসা চলছে। যারা এ ঘটনা ঘটিয়েছে তারা একটি সংঘবদ্ধচক্র এই সংঘবদ্ধচক্রকে খুঁজে বের করার জন্য কার্যক্রম অব্যাহত রয়েছে।
ক্যাপশান : আশাশুনির বড়দলে আবারো স্বামী স্ত্রী অজ্ঞান পার্টির কবলে।আ