মুন্সীগঞ্জ প্রতিনিধি :
মুন্সীগঞ্জের শ্রীনগরের পদ্মার চরে মা ইলিশ না দেওয়ায় এক জেলেকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ রবিবার রাত ৭ টার দিকে উপজেলার সীমান্তবর্তী নুরু বয়াতির চরে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ঘাতক রিয়াদ পলাতক রয়েছে।
নিহত ওই যুবকের নাম রুবেল সরদার (২৫)। সে লৌহজং উপজেলার জশলদিয়া গ্রামের বাবু সরদারের ছেলে। সে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করত।
প্রত্যক্ষদর্শী নুরু বয়াতি জানান, আজ বিকালে রিয়াদসহ তার লোকজন নিয়ে পদ্মা নদীর নুরু বয়াতির চরে মাছ নিতে গেলে জেলেরা বাঁধা দেয়। একপর্যায়ে রিয়াদ ও তার কাছে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে জেলে রুবেলের বুকে গুলি করে চলে যায়। পরে গুরুতর অবস্থায় রুবেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এর আগে গতকাল শনিবার বিকালে খোকন মেম্বারের ছেলে রিয়াদসহ তার ১০-১৫ লোক নিয়ে নুর বয়াতির চরে গিয়ে জেলেদের কাছ থেকে ইলিশ মাছ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ নিয়ে জেলেদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় কামারগাও এলাকার খালেক সারেংয়ের ছেলে বাধা দেয়। এর সূত্র ধরে রিয়াদ তার লোকজন নিয়ে খালেক সারেংয়ের বাড়িতে হামলা ও ভাংচুর করে।
এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়েবীর বলেন, আমরা শুনেছি এরকম একটি ঘটনা ঘটেছে। ঘটনাস্থল একটি দুর্গম চরাঞ্চল। ওখানে উপস্থিত না হয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছি না। আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।#