মোঃ আতিকুল্লাহ চৌধুরী, রাউজান প্রতিনিধিঃ
উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী ধর্মীয় ও জনকল্যাণমূলক সংগঠন রাউজান ইসলামী নব জাগরণ সংগঠন এর ব্যবস্থাপনায় ও আরব আমিরাত প্রবাসী শাখার বিশেষ সহযোগীতায় রাউজানে অসহায় পরিবারের মাঝে ও বিভিন্ন মাদ্রাসায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয় । আজ ৯ মার্চ ২০২৪ শনিবার সকাল ১১ টায় রাউজান ছত্রপাড়া ৭ নং ওয়ার্ড এলাকায় খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান ইসলামী নব জাগরণ সংগঠনের সভাপতি মুহাম্মদ হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান মাদ্রাসার পরিচালক ও সংগঠনের উপদেষ্টা আল্লামা হাফেজ সোলাইমান সাহেব, সংগঠনের উপদেষ্টা মুহাদ্দিস আল্লামা ইলিয়াস সাহেব,সংগঠনের উপদেষ্টা ও মহাসচিব মাওলানা মঈনুদ্দীনের বাবা মাওলানা আবদুর রউফ, সংগঠনের উপদেষ্ঠা জনাব মুহাম্মদ নাজমুল হাসান হিরু,সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন প্রমুখ।