উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যশোরের মণিরামপুর উপজেলার হরিহরনগর
ইউনিয়নে অসহায় দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ জুন) সকাল থেকে হরিহরনগর ইউনিয়ন পরিষদ মাঠে ২০২৩-২৪ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ১৯ শো অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি হারে চাল বিতরণ করা হয়। চাল বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন- ইউপি সচিব শারমিন সুলতানা, তথ্য সেবা কেন্দ্র জসীম উদ্দীন, ইউপি মেম্বার জাহাঙ্গীর আলম, নুরুজ্জামান, আব্দুল আলিম, মনসুর আলী, আতিয়ার রহমান, আব্দুল খলিল, আবু তালেব, মোঃ আলী গদর, রেজাউল ইসলাম, আবুল হোসেন, মোছাঃ ঝরনা খাতুন, রহিমা খাতুন, পারবিনা খাতুন। ঈদের আগে চাল পেয়ে হাসি ফুটেছে অসহায় ও হত দরিদ্র মানুষের মুখে।