সুদর্শন চক্রবর্ত্তী, ফরিদপুর প্রতিবেদকঃ
আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর এবং পহেলা বৈশাখ উপলক্ষে সাউন্ডবক্স বা ডেক্সসেট বাজানো আতশবাজি বা পটকা ফাটানো এবং ক্রয়-বিক্রয়ের উপর নিষিদ্ধ ঘোষণা করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছেন জেলা প্রশাসন ফরিদপুর।
সোমবার (৮ এপ্রিল) সকালে জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান তালুকদার (পিএএ) এর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর এবং পহেলা বৈশাখে সাউন্ডবক্স বা ডেক্সসেট বাজানো, আতশবাজি বা পটকা ফাটানো এবং ক্রয়-বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।