আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নগরকান্দা উপজেলার তালমা বাজারে অবস্থিত আওয়ামী লীগের অফিসে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর ) সন্ধ্যায় নবীজির জীবনী নিয়ে আলোচনা বয়ান এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এর পর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মান্নান মোল্লার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফরিদপুর- ২ আসনের এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া।
আরো উপস্থিত ছিলেন,তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: কামাল হোসেন মিয়া, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো: লেবু মোল্যা,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য আক্কাস আলী ( আক্কাস) সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।