বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পূর্ণাঙ্গ কমিটি গঠন অসহায় মানুষের জন্য কাজ করতে চাই,দূর্নীতি মুক্ত সমাজ চাই:এ্যাডঃ এ,বি,এম,সেলিম সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন  মধ্যনগরে চামরদানী ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা থেকে বঞ্চিত ভুক্তভোগীরা বোয়ালখালীতে গরু চুরি প্রতিরোধে খামারিদের সভা  ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে বছরে রাজস্ব আসবে ৫ হাজার কোটি টাকা-যাত্রী কল্যান সমিতি  বাঘায় আনিসুর রহমানের খুনি গেপ্তার তাহিরপুরে ক্রিকেট খেলা উদ্বোধন করলেন ইউনিয়ন চেয়ারম্যান জুনাব আলী সাতক্ষীরায় শিশুসহ দু’জনের অস্বাভাবিক মৃত্যু  রংপুরে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

ঈদের পোশাক তৈরিতে ব্যস্ত মুন্সিগঞ্জের ক্ষুদ্র গার্মেন্টস শ্রমিক। 

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১৬৪ বার পঠিত

রায়হান সরদার,মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ 

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, তাই ঈদে নতুন জামা কাপড় থাকবেনা তাকি হয়। পবিত্র ঈদ উল ফিতর কে সামনে রেখে নতুন জামা কাপড় তৈরিতে ব্যস্ত সময় পাড় করছে শাখারী বাজার, সিপাহি পাড়া , রামশিং, রামপাল এর দর্জি কারিগররা। তাদের হাতে যেন মোটেও সময় নেই, কেননা নির্দিষ্ট সময়ের মধ্যে তৈরি পোশাক সরবরাহ করতে হবে। ক্রেতা দের পছন্দের পোশাক তৈরি করে বিক্রি করতে হবে পাইকারী মার্কেটে। জেলার বিভিন্ন ইউনিয়ন জুড়ে রয়েছে প্রায় এক হাজারের বেশী শিল্প কারখানা। এই শিল্প কারখানা গুলিতে রয়েছে ১০ থেকে ১৫ হাজার কর্মি।

চলছে দিন রাত কারীগরদের মেশিন এর খুঠখাঠ শব্দ

কেউ করছে সেলাই কাজ কেউ করছে কাটিং কেউ বা করছে পেকেটিং পুতি, পাত্তি, ফুল লাগানোর কাজে ও ব্যস্ত সময় পার করছে ।

সকাল ০৮.০০ টা থেকে রাত ০১.০০ টা পর্জন্ত কাজ করে যাচ্ছে মো: সাইফুল বলে, কখনো কখনো আরো বেশি সময় কাজ করে যাই তাতে আমাদের কোন কষ্ট হয়না। কারন সারা বছরের চেয়ে এই সময়টাতে মজুরী ভালো পাই।কাজ করতে উত্সাহিত হই, আমাদের কাজে মহাজন খুসি আমরা শ্রমিকরাও খুসি।

এবিষয়ে গার্মেন্টস মালিক মো: মিজান বলেন আমাদের মুন্সিগঞ্জ গার্মেন্টস মালিক গুলি অনেকেই ভালো আছে, সারা বছর ব্যবসা করে কখনো লাভ হয়, কখনো লছ হয় কিন্তু ঈদকে সামনে রেখে দুইমাস সকলেই লাভ করে থাকে । সকল মালিকরা এই সময়ের আসায় থাকে। ঈদ কে সামনে রেখে কিছু লাভের আসায় থাকে। সকলেই রুচি সম্মত বাহারী ডিজাইনের পোশাক তৈরি করে তাও কম খরচে। আমাদের তৈরি পোশাক গুলী সারা দেশে বেপক চাহিদা রয়েছে, এই পোশাক গুলি ঢাকা, নারায়ণগঞ্জ পাইকারী বিক্রি করে থাকি । সেখান থেকে দেশের বিভিন্ন ইস্তানে চলে যায়। এমন কি বিদেশে ও আমাদের তৈরি পোশাক পাঠানো হয়।যদি সরকারের পক্ষ থেকে কোন সহায়তা পাই তাহলে আমরাও দেশের অর্থনিতিতে অবদান রাখতে পারবো।

এই বিষয়ে উপ-ব্যবস্থাপক মো: আব্দুল্লাহ বলেন আমরা আসে পাশে সকল উদ্যোক্তাকে, প্রশিক্ষণ দেই বিশেষ করে ছোট ছোট শিল্প কারখানা গুলিতে নিজস্ব তহবিল থেকে ঋণ প্রদান করে থাকি। যেমন শাঁখারী বাজার, সিপাহি পাড়া, মুক্তার পুর, বিভিন্ন গ্রামে দিয়েছি।

আগামীতে আরো বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।