শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনামঃ

উখিয়ায় নিহত বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামানের দাফন সম্পন্ন

মো রাসেল সরকার, গজারিয়া প্রতিনিধিঃ
  • আপডেট সময় সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১০৯ বার পঠিত

 

মো রাসেল সরকার, গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জের গজারিয়া কক্সবাজারের উখিয়ায় মাটি পাচারকারীদের ট্রাকের চাপায় নিহত বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামানের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

রবিবার রাত ১০টায় গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি গ্রামে তার দ্বিতীয় জানাজার নামাজ শেষে ভবেরচর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
এর আগে কর্মস্থল উখিয়ায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।

সাজ্জাদুজ্জামান (৩০) গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দী গ্রামের মোহাম্মদ শাজাহান মাষ্টারের ছেলে।
নিহত সাজ্জাদুজ্জামান কক্সবাজার দক্ষিণ বন বিভাগ ভুক্ত উখিয়া রেঞ্জের দোছড়ি বন বিটের দায়িত্বে ছিলেন। ২০২০ সালের ফেব্রুয়ারিতে বন বিভাগে যোগদান করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, ও দের বছর বয়সী এক কন্যা সন্তান রেখে যান।

উল্লেখ কক্সবাজারের উখিয়ার হরিণমারা এলাকায় পাহাড়ের মাটি পাচার করা হচ্ছিল। খবর পেয়ে মোটরসাইকেলে করে মাটি পাচার কারীদের আটক করতে সাজ্জাদ ঘটনাস্থলে গেলে মাটি পাচারকারীরা ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।