ধর্মপাশা সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের জগদীশপুর মৌজার উব্দাখালীর তৃতীয় খন্ডের উন্মুক্ত নদীতে অসহায় জেলেদের মাছ ধরতে বাঁধা দেওয়ার অভিযোগে ১০টি গ্রামের শতাধিক মৎসজীবি সংবাদ সম্মেলন করেছেন।
রবিবার( ২৯ অক্টোবর) বিকাল ৪টার দিকে মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ভুক্তভোগী জেলেদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন লিঠন দাস। লিখিত বক্তব্যে তিনি বলেন,”আমরা মধ্যনগর উপজেলার উব্দাখালী ও গোমাই নদীর উন্মুক্ত নদীতে প্রায় ৪০ বছর যাবৎ বিনা বাঁধায় মাছ ধরে আসছি। চলতি বছরের অক্টোবর মাসের প্রথম দিকে লিঠন তালুকদার ও শাহজাহান নামের দুই ব্যাক্তি আমাদেরকে মাছ ধরতে বাঁধা- নিষেধ দেন। মাছ ধরতে চাইলে তাদেরকে জমা দিতে হবে বলেও জানান। গোড়াডুবা বিলের এই ইজারাদারগণ নদীর মালিকানা দাবি করে নানানভাবে আমাদেরকে হয়রানি করছে। আমরা তাদের লিজের কাগজ দেখতে চাইলে তারা নানান তালবাহানা দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আপনাদের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।”
গোড়াডুবা বিলের ইজারাদার লিঠন তালুকদার বলেন,আমার বিলের ইজারার স্ক্যাচম্যাপ অনুযায়ী আমি এই নদীর মালিক। পূর্বে ইজারাদারগণ স্ক্যাচম্যাপ না বুঝার কারণে এই নদীর ইজারাদার দাবি করে নাই। এর চেয়ে বেশি জানতে চাইলে উপজেলার এসিল্যান্ডের কাছে জিজ্ঞাসা করেন।
এম এ মান্নান,
মধ্যনগর,সুনামগঞ্জ
০১৭৭১৯২১৬৫২