আলী আজীম, মোংলা (বাগেরহাট):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এর পক্ষ থেকে মোংলায় শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
রোববার (২২ অক্টোবর) উপজেলার বিকাল থেকে বুড়িরডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন তারা।
এ সময় তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের কারিগর। বিএনপির আমলে উগ্র মৌলবাদ দেশে মাথাচারা দিয়ে উঠেছিল। পাড়া মহল্লায় চলতো সংখ্যালঘু নির্যাতন। ধর্মকে ব্যবসায়িক হাতিয়ার হিসেবে ব্যবহার করতো তারা। কিন্ত আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই ‘ধর্ম যার যার, উৎসব সবার’ হিসেবে পরিণত করা হয়। সাস্প্রদায়িক শক্তিকে মোকাবেলা করতে আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। এসময় বক্তারা উপমন্ত্রী হাবিবুন নাহারকে আবারো বাগেরহাট-৩ আসনে মনোনয়ন দেওয়ার জন্য সবার কাছে দোয়া আশির্বাদ চান ও বিভিন্ন পূজামণ্ডপে নগদ অর্থ প্রদান করেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু তাহের হাওলাদার’র নেতৃত্বে মণ্ডপ পরিদর্শনে অংশ নেন, ১ন চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মো: তারিকুল ইসলাম, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, আ’লীগ নেতা বেল্লাল হোসেন সহ প্রমুখ।