উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে উল্লাপাড়ার বাখুয়া গ্রামে একটি মুড়ি তৈরির কারখানা ও একটি তেল মিলে মোট ৭৫হাজার টাকা জরিমানা করেছেন।শনিবার রাতে উল্লাপাড়া উপজেলা প্রশাসন এ অভিযান চালায়। প্রশাসনের পক্ষে সহাকারী কমিশনার(ভূমি) ইসরাত জাহান ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন। অভিযানে উক্ত গ্রামের মিলন হোসেনকে তার মুড়ির কারখানায় ভেজাল মেশানোর অপরাধে ৫০ হাজার টাকা এবং একই গ্রামের আব্দুস সালামকে তার তেল মিলের লাইসেন্স না থাকায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।