কাজী বিপ্লব হাসান:
করোন ভাইরাসের কারনে গত দু বছর যাবত এস. এস. সি ও এইচ. এস. সি পরীক্ষা পূর্নাঙ্গ ভাবে হতে পারেনি। দু বছর পর এবার সে পরীক্ষা পূর্নাঙ্গ শুরু হচ্ছে। তবে প্রতি বিষয়ে ১০০ এর পরিবর্তে ৫০ নম্বরে পরীক্ষা হচ্ছে। সারাদেশের ন্যায় মুন্সীগঞ্জেও আজ ৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে এইচ. এস. সি ও সমমানের পরীক্ষা। মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কামরুল ইসলাম খাঁন বলেন, এবছর উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচ. এস. সি) পরীক্ষা, এইচ. এস. সি (ভোকেশনাল) ও এইচ. এস. সি (বিএম/বিএমটি) পরীক্ষা এবং বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষায় মুন্সীগঞ্জের ৬ টি উপজেলা হতে সর্বমোট ৮ হাজার ১ শত ৯৪ জন শিক্ষার্থী অংশগ্রহন করছে। এর মধ্যে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচ. এস. সি) পরীক্ষায় মুন্সীগঞ্জের ১২ টি কেন্দ্রের সরকারী হরগঙ্গা কলেজ কেন্দ্রে ৮৮৭ জন, মুন্সীগঞ্জ সরকারী মহিলা কলেজ কেন্দ্রে ১১৬৬ জন, রামপাল কলেজ কেন্দ্রে ৭০৪ জন, গজারিয়া সরকারী কলেজ কেন্দ্রে ২১০ জন, ভবেরচর কলিম উল্লাহ কলেজ কেন্দ্রে ৩১৪ জন, বিক্রমপুর টঙ্গীবাড়ী ডিগ্রী কলেজ কেন্দ্রে ৬২৩ জন, লৌহজং সরকারী কলেজ কেন্দ্রে ৬১৯ জন, শ্রীনগর সরকারী কলেজ কেন্দ্রে ১৭৩৪ জন, আদর্শ ডিগ্রী কলেজ কেন্দ্রে ৪৫০ জন, বিক্রমপুর কেবি ডিগ্রী কলেজ কেন্দ্রে ১৬৭ জন, বিক্রমপুর আদর্শ কলেজ কেন্দ্রে ৩৩৩ জন ও মালখানগর ডিগ্রী কলেজ কেন্দ্রে ১৫৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেন। জেলায় সর্বমোট ৭,৪৬১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেন। এইচ. এস. সি (ভোকেশনাল) ও এইচ. এস. সি (বিএম/বিএমটি) পরীক্ষায় মুন্সীগঞ্জের ৩ টি কেন্দ্র মুন্সীগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, মুন্সীগঞ্জ ইঞ্জিনিয়ারিং স্কুল এন্ড কলেজ, শ্রীনগর সমষপুর বিজনেস ম্যানেজমমেন্ট ইনস্টিটিউশনে সর্বমোট ১৬৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেন। বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষায় মুন্সীগঞ্জের ৩ টি কেন্দ্র পঞ্চসার দারুস সুন্নত ইসলামিয়া ফাযিল মাদ্রাসা, ইসলামপুর আলিম মাদ্রাসা ও গজারিয়া বাতেনিয়া আলিম মাদ্রাসায় ৩৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেছে।
মুন্সীগঞ্জ জেলার সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হাই তালুকদার জানান এই কলেজ হতে এবছর ১,৬৪৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেছে। মুন্সিগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্র হীরা জানান তার কলেজ হতে ৩৪৮ জন ছাত্রী এবার পরীক্ষা দিচ্ছে। মুন্সিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এর অধ্যক্ষ প্রকৌশলী আব্দুল আউয়াল জানান এবছর তাদের কলেজ হতে ৩৯ জন শিক্ষার্থী এইচ এস সি (ভোকেশনাল) পরীক্ষায় অংশগ্রহন করেছে। রামপাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জাহাঙ্গীর হাসান যানান এবছর তাদের কলেজ হতে ৩৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পঞ্চসার দুরুস সুন্নাত ইসলামিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ জানান এবছর তাদের মাদ্রাসা হতে ৪৪ জন ছাত্র-ছাত্রী এইস. এস. সির সমমান আলিম পরীক্ষায় অংশগ্রহন করেছে। তিনি আরও জানান এই মাদ্রাসা কেন্দ্রে সদর উপজেলা, টংঙ্গীবাড়ী উপজেলা ও লৌহজং উপজেলার ৫ টি মাদ্রাসার শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দিচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখা গেল ছাত্র ছাত্রীরা দু বছর পর আবার নতুন উদ্যোম ও আনন্দ চিত্তে পরীক্ষায় অংশগ্রহন করছে।