বঙ্গবন্ধুর কন্যা একজন শেখ হাসিনা
অনবদ্য রচনা, বলে হবে না শেষ
জাতির পিতার রূপকল্পের
আজকের বাংলাদেশ।
আজকের বাংলাদেশ আগামীর জন্য
উন্নয়নের মাইলফলক,
চোদ্দ বছরের শাসনামলের
দেখে নিন একঝলক।
তিনি কালজয়ী মমতাময়ী
সুত্র রোহিঙ্গা পুনর্বাসন
বিশ্ব দরবারে গড়ে দিয়েছেন
উন্নত বাংলাদেশের আসন।
পদ্মা সেতু,পারমাণবিক বিদ্যুৎ
ফ্লাইওভার মেট্রোরেল,
উপহার দিয়েছেন তুলনাহীন
কর্ণফুলী টানেল।
আজকে বাংলায় শতভাগ বিদ্যুৎ
ভর্তুকি মূল্যে পন্য
ভিজিডি ভিজিএফ অসংখ্য ভাতা
কেউ নয় আর নগন্য।
নির্মূল করতে জঙ্গিবাদ উগ্ৰবাদ
মৌলবাদী সন্ত্রাস,
সাম্প্রদায়িক সহিংসতায়
এদেশকে যারা করতে চেয়েছিল গ্ৰাস।
তুমি আছ বলে আজকের বাংলাদেশ
ক্ষুধা দারিদ্র্য মুক্ত
হাতে হাতে মোবাইল সাথে ইন্টারনেট
নতুন সব সেবা যুক্ত।
কৃষিতে সাফল্য বলা বাহুল্য
অভাবনীয় প্রতিদান,
সত্যিই তুমি দেশরত্ন
মহানুভবতা মহীয়সী মহান।
তোমার আপন দেশের জনগণ
তুমি বাংলাদেশের ছাতা,
তুমি আমাদের অভিভাবক
মমতাময়ী মাতা।
সদা সুস্থতা কামনা করি
দীর্ঘায়ু যেন হয়,
বাংলার জনগণ সাথে আছে তোমার
বরাবরে বিজয়।
তোমার গুনগান তুমিই প্রমান
বলে হবে না শেষ,
তোমার অছিলায় প্রজন্ম পাবে
স্মার্ট বাংলাদেশ।