আব্দুল্লাহ আল মামুন,বিশেষ প্রতিবেদক:
প্রেমের টানে এবার ফিলিপাইন থেকে লক্ষ্মীপুরে ছুটে এসেছে জোয়ান ডিগুসমান লেগুমবাই নামে এক ফিলিপাইনি তরুণী।পূর্বের ধর্ম ত্যাগ করে প্রেমিক নাঈমের সঙ্গে গায়েহলুদ শেষে আনুষ্ঠানিকভাবে বিয়ে বন্ধনে আবদ্ধ হচ্ছেন।
প্রেমিক মো. নাইমুর রশিদ লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী গ্রামের বাসিন্দা নুর মোহাম্মদের সন্তান। মোঃনাইমুর রশিদ একজন মালেয়শিয়া প্রবাসী।
জানা যায়,গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী গ্রামে প্রেমিক নাঈমের বাড়িতে গায়েহলুদের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সেখানে ফিলিপাইনি ওই তরুণীকে দেখতে শত শত বিভিন্ন জায়গার মানুষেরা ভিড় জমাচ্ছেন ।
শুক্রবার (৬/০১/২০২৩)দুপুরে লক্ষীপুর জেলা শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে তাদের বিয়ে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
তথ্যে জানা যায়,মোঃ নাইমুর রশিদ মালেশিয়ায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। চাকরির সুবাদে তার সঙ্গে পরিচয় হয় ফিলিপাইনের আরনেসতা লেগুমবাই ও ইমেলদা লেগুমবাই দম্পতির মেয়ে জোয়ান ডিগুসমান লেগুমবাইয়ের। পরিচয় থেকে শুরু হয় তাদের প্রেম। আর সেই প্রেমের টানে নিজের ধর্ম বদলে বাংলাদেশে পাড়ি জমিয়েছেন এই ফিলিপাইনের তরুণী। এখানে এসে খ্রিস্টান ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করে নতুন নাম রেখেছেন নাজিফা রশিদ আমিরা। এর আগে গত মঙ্গলবার নাঈমের বাড়িতে আসেন ফিলিপাইনের এ তরুণী।
এদিককে নাঈম জানান,গত আট বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। এর মধ্যে তারা বিয়ে করার সিদ্ধান্তে ছুটি নিয়ে আসেন বাংলাদেশে। নিজের এবং ওই তরুণীর বাবা-মায়ের সম্মতিতে তাকে বিয়ে করছেন। ছুটি শেষে আবার তারা মালেশিয়ায় ফিরে যাবেন বলে জানান।
অপরদিকে জোয়ান জানান, বাংলাদেশে এসে তার খুবই ভালো লাগছে। বাংলাদেশের খাবার ও এখানকার সংস্কৃতি তার খুব পছন্দ হয়েছে এবং ভালবাসা প্রিয় মানুষকে বিয়ে করতে পেরে ভীষণ আনন্দিত। নাঈমের স্বজনরা বলেন, উভয়পক্ষের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হতে যাচ্ছে।
উল্লেখ্য যে এযাবৎ গত ছয় মাসে প্রেমের টানে ভিনদেশি ৫ তরুণী লক্ষ্মীপুরে এসবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।