মোঃ আরিফুজ্জামান সাগর, নিজেস্ব প্রতিনিধিঃ
মঞ্চে উপস্থিত আছেন প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা। সঙ্গে আছেন বঙ্গবন্ধুর কনিষ্ঠা কন্যা শেখ রেহানা। সভাপতিত্ব করছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি। তাঁদের সাথে আরও আছেন সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি বেগম রওশন আরা মান্নান, স্থানীয় সংসদ সদস্য জনাব হাবিব হাসান, জাপানের মান্যবর রাষ্ট্রদূত, জাইকার প্রতিনিধি, মন্ত্রণালয়ের সচিব ও ঢাকা ম্যাস ট্রানজিট কেম্পানী লিমিটেডের মহাব্যবস্থাপক।
আধুনিক প্রযুক্তির এ গণপরিবহনের উদ্বোধনের মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশের স্মার্ট বাংলাদেশে রূপান্তরের যাত্রা শুরু হলো।
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা স্বপ্ন দেখান। স্বপ্ন বাস্তবায়ন করেন। তাঁর নেতৃত্বেই এগিয়ে চলেছে দেশ অপ্রতিরোধ্য গতিতে।
তাঁকে অভিনন্দন তাঁকে অভিবাদন জানান উপস্থিত সবাই ও দেশবাসী।