মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল–স্টাফ রিপোর্টার ঃ
ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের দুই বারের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিনের পক্ষ থেকে নির্বাচনী এলাকার সহস্রাধিক নারীকে ঈদের শুভেচ্ছা প্রদান করা হয়েছে। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সংসদ সদস্যের পক্ষ থেকে পরিবারের সদস্য এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিনের মাতা সংরক্ষিত আসনের সাবেক মহিলা সদস্য মিসেস জাহানারা খানম বুধবার নান্দাইল পৌর নিবাস থেকে হতদরিদ্র মা-বোনদেরকে ঈদের শুভেচ্ছা জানান। এসময় আগত হতদরিদ্র নারীদের মাঝে দুই লাখ টাকা ঈদের শুভেচ্ছা প্রদান করা হয়। শুভেচ্ছা প্রদানকালে সংসদ সদস্যের মাতা সৌদি আরবে উমরা হজ্জরত তাঁর পুত্র সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিনের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। এসময় উক্ত কার্যক্রমে পাশে থেকে সহযোগীতা করেন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মো. রিয়াজুল ইসলাম মন্ডল (রিয়েল), আমার এমপি ডটকমের অ্যাম্বাসেডর মো. রফিকুল ইসলাম আকন্দ (রবি) ও নান্দাইল থানা পুলিশ। ঈদের শুভেচ্ছা পেয়ে আগত হতদরিদ্র নারীরা সংসদ সদস্যের মাতা মিসেস জাহানারা খানম ও তাঁর পুত্র সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিনকে সাধুবাদ সহ পরিবারের প্রতি দোয়া কামনা করেন।