সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে হারিয়ে যাচ্ছে ২০০ বছরের মৃৎ শিল্পের ঐতিহ্য মুন্সিগঞ্জে সচিবের বাড়িতে ডাকাতির অভিযোগ মুন্সীগঞ্জে ঘনকুয়াশায় নৌযান ৮ ঘন্টা আটকা, হাজার মানুষের চরম দূর্ভোগ মুন্সীগঞ্জে শহীদ জিয়া পরিষদের সদর থানার সভাপতি আলী আজগর পলাশ,সম্পাদক আরিয়ান রাজ ( রউফ) উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে আগুনে পুড়ল দোতলা ঘর ফুলবাড়ীতে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বিগত বছরে ৬৩৫৯ সড়ক দুর্ঘটনায় ৮৫৪৩ জন নিহত – যাত্রী কল্যাণ সমিতি বোয়ালখালীতে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত জাগৃতি কার্যকরী সংসদ নির্বাচন ২০২৫-২০২৬ শপথ গ্রহণ ও কম্বল বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে

এস এম আহসান স্মৃতি পুরস্কার” পেলেন ওসি আশরাফুল আলম

মল্লিক জামান, বাগেরহাট উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৪ বার পঠিত

মল্লিক মো. জামান, রামপাল প্রতিনিধিঃ

কমিউনিটি পুলিশিং ও সমাজসেবামূলক কাজে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির “এস এম আহসান” স্মৃতি পুরস্কার-২০২৩ পেলেন বাগেরহাটের রামপাল থানার অফিসার ইনচার্জ এস. এম. আশরাফুল আলম।

শনিবার (৯ ডিসেম্বর) সকালে রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ৪০ তম বার্ষিক সাধারণ সভায় এ পুরস্কার দেওয়া হয়।

“এস এম আহসান” স্মৃতি পুরস্কার বাংলাদেশ পুলিশের মাননীয় আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন’র হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন ওসি আশরাফুল আলম।


এক প্রতিক্রিয়ায় ওসি এস. এম. আশরাফুল আলম বলেন, পুরস্কার পরিশ্রম করার উৎসাহ আরো বাড়িয়ে দেয়। রামপাল থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের পর সাধারণ মানুষের খুব কাছে গিয়ে তাদের সেবা দিতে চেষ্টা করেছি। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দেওয়া, মাদক প্রতিরোধ ও বাল্য বিয়ে প্রতিহত করার জন্য যে কাজগুলো করেছিলাম- তার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার।

তিনি আরও বলেন, আইনের সেবক হয়ে জনতার সারিতে থেকে সাধারণ মানুষের সেবা করে যাবো। প্রতিটি মানুষ আমাকে খুব কাছ থেকে পাবে এবং তাদের সমস্যার কথা গুলি বলতে পারবে। তিনি দৃঢ়ভাবে বলেন বাগেরহাটের সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় নিজ কর্মস্থলে সম্পূর্ণ পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

উল্লেখ্য ওসি আশরাফুল আলম গত (৩ মে) রামপালে যোগদানের পর থেকে তার দায়িত্ববোধ ও আচরণে সাধারণ মানুষ মুগ্ধ। তার সেবা ও ব্যবহার সকলের হৃদয় জয় করেছে। সৎ, দক্ষ, মানবিক ও কোমল স্বভাবের এই পুলিশ কর্মকর্তা সন্ত্রাস- জঙ্গিবাদ, দুর্নীতি, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। অপরাধ দমনে কঠোর হলেও অসহায় মানুষের কাছে তিনি মানবতার সেবক।

রামপাল থানায় যোগদানের পরপরই অপরাধ দমনের কাজে সহযোগিতার লক্ষে উপজেলার গুরুত্বপূর্ণ সব বাজারে বাজার কমিটির সাথে মতবিনিময় করেন এবং বাজার সিসি ক্যামেরার আওতায় আনেন।

রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, ইমাম, শিক্ষক, স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করে অপরাধ দমন ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।

থানার অফিসার ইনচার্জ হয়েও সব শ্রেণির মানুষকে আপন করে নেয়ার গুণ রয়েছে তার মধ্যে। তিনি সকলের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন খোলা মনে। একজন সফল ওসি হিসেবে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন রামপাল থানার সকল শ্রেণি ও পেশার মানুষের প্রশংসা কুড়িয়েছেন তিনি।

মল্লিক মো. জামান
রামপাল, বাগেরহাট।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।