এসকে হুমায়ূন, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
পবিত্র রমজান মাস এবং ঈদ-উল-ফিতর ২০২৩ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে দেশব্যাপী দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের অংশ হিসাবে আজ বাগেরহাটের কচুয়ায় সুবিধা বঞ্চিত ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী।
২০ এপ্রিল (বৃহস্পতিবার)কচুয়া ডিগ্রি কলেজ মাঠে ৬৬ বেঙ্গল রেজিমেন্টের আয়োজনে ৫ শত পরিবারের মাঝে এদিন প্রতি জনকে আড়াই কেজি করে চাল,৫০০ গ্রাম ডাল,৫০০ গ্রাম সেমাই ও ৫০০ গ্রাম করে চিনি বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন,লেফটেন্যান্ট কর্নেল সাকিব সালেক,মেজর সিয়াম হাচান,ক্যাপ্টেন খান এএনএম মুরাদুজ্জামান,ক্যাপ্টেন আশিকুর রহমান ৬৬ বেঙ্গল,কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃতাছমিনা খাতুন,সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোজাম্মেল হক,ওয়ারেন্ট অফিসার রবিউল ইসলাম ছাড়াও সামরিক ও বেসামরিক কর্মকর্তা,স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী প্রমূখ।