ঐ বিজয়ের পতাকা উড়ছে
তোমায় পিতা মনে পড়ছে
সংগ্রামী মহাবীর বঙ্গপিতার শির
বিশ্ববন্ধু জাতি বলছে
তোমায় পিতা মনে পড়ছে,
তোমারি রক্ত পতাকার বৃত্ত
লক্ষ শহীদ হতে শ্রেষ্ঠ
মুছবে না কোনদিন
তোমার ত্যাগের ঋণ
জাতির সেবায় উপবিষ্ট—২,
তোমার কন্ঠ বাণী
বিজয়ের পথ জানি
সে পথেই এ জাতি চলছে
তোমায় পিতা মনে পড়ছে,
সাহসী যোদ্ধা করে যাবো শ্রদ্ধা
বাংলা যতদিন থাকবে
বঙ্গবন্ধু নেই এ কথা ভাবতেই
উঠি কেঁদে এ ব্যথা থাকবেই
তোমার স্বপ্ন পিতা
যায়নি কভু বৃথা
সোনার বাংলা দেখো গড়ছে
তোমায় পিতা মনে পড়ছে।
কবি ও লেখক, মোঃ জাহাঙ্গীর আলম