সময়ের সংলাপঃ
ঝর্ণা ধারায় ঝড়ে নীর
এ কেমন মহাবীর।
বিশ্বনিখিল যুদ্ধ বটে,
কর্ম করো শুদ্ধ মনে।।
শোকানলে দগ্ধ হয়ে
পানি তাহার ললাট ধরে।
মানুষ চির মরণশীল
ইহা চির সত্যশীল।।
ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা
উহাই তাহার কর্ম করা।
দূর্বলতা শত্রু খোঁজে
আঘাত মারে সুযোগ বুঝে।।
শোকানলে দগ্ধ হয়ে হয়ো না ম্রিয়মাণ,
লোক ঠকিয়ে ছল ওজরে হয়ো না বিত্তবান।।
Comments are closed.
superv