সময়ের সংলাপঃ-
মা যেমন আপন ক্রোড়ে
আগলে রাখে সন্তানেরে,
বসুমতী ধাম মাগো
তুমিও আগলে রেখো আমাদেরে।।
তোমারই শ্যামল পদে
মিনতি করি মম,
লভিতে মনের সাধ
হয় যদি পরমাদ,
নিজ গুনে ক্ষমা মোরে কর।।
তব চিত্তে,মম বিত্তে
কত শত ভুল-ভ্রান্তি
মম শিরে তব পদে
রাখি যেন সদা তরে।।