শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে কামরুজ্জামান রতনে নির্দেশনা শিলই ইউনিয়ন বিএনপি কম্বল বিতরণ করেন । ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জামাল উদ্দিন  মুন্সীগঞ্জে যুবদল নেতা মুকুলের প্রথম মৃত্যুবার্ষিকী পালন সালথায় বিএনপির পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ বোয়ালখালীতে ছিনতাইয়ে ব্যর্থ হয়ে গাড়ি থেকে নারীকে ফেলে দিয়েছে শ্রীপুর উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ডবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান মো. খসরুল আলম কালিগঞ্জের শ্রীকলায় রাস্তা খুড়ে কোটি কোটি টাকা ক্ষতি সাধন কালুরঘাটে বেইজ কারখানায় আগুন রাজগঞ্জ সরকারী প্রাথমিক বিদ‍্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ চট্টগ্রামে লবণবাহী ট্রাক বাসের সংঘর্ষ, ৫ জন আহত

কবিতা “মরীচিকা” কলমে-পলাশ কুমার রায় 

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ২৪৬ বার পঠিত

সময়ের সংলাপঃ-

অদ্ভুত সকল আহাজারি ,

সে মিথ্যা সুখের আঁশে ___

দর্শনে কি প্রাপ্তি মেলে ,

মরীচিকার মায়ার তরে !

 

পথ চলায় ক্লান্ত পথিক ,

মরুভূমির ধূ-ধূ বালু চরে ___

উত্তপ্ত রোদে তৃষ্ণায় কাতর ,

পথিক রয় হা-হুতাশনে ।

 

নেইকো যেথা কোথাও ছায়া ,

অরুণ তাপে তীব্র প্রখরতা ___

চোখ ফেরালেই সর্বভুক মেলে ,

পায়ে-পায়ে দায় এগিয়ে চলা ।

 

এই বুঝি জলের অববাহিকা !

বাষ্পীয় উড়ছে আকাশ পানে ___

পথ ছুটে চলে সে দেখায় ,

নিদারুন ঐ পিপাসু মনে ।

 

পায় না কভু ও জল হেথা ,

তবুও মনে হয় বারংবার ___

একটু এগুলেই পাবো দেখা ,

অদ্ভুত সে মায়া মরীচিকার ।

 

ক্ষুধা তৃষ্ণায় হয়ে আত্মহারা ,

সইতে অবিরাম বিষাদ জ্বালা __

বাহন চলে না সমান তালে ,

পথ পরিক্রমা ক্রমশ যায় থেমে ।

 

কখনও বা উঠে ধূলি-ঝড় ,

ঢেকে যায় সকল বালুর নিচে ___

টিকে থাকা মুশকিল আহসান ,

ঐ ধূলি-ঝড়ের কবলে পড়ে ।

 

কতটা অসহায় জানে সে জন ,

যেখানে করার কিছুই নাহি থাকে ___

দীর্ঘ নিঃশ্বাসে ডাকে হে ঈশ্বর ,

ব্যাকুল প্রাণে সাহায্য চেয়ে ।

 

হয়তো পথিক গন্তব্য পৌঁছে ,

ভুলে যায় শুকরিয়া আদায়ে ___

সময় কেটে যায় রঙ্গ রসে ,

বিপদে সকল ঈশ্বর স্মরণে ।

 

কত রূপে ছলাকলা প্রদর্শন ,

ধোঁয়াশায় সকল যায় ঢেকে ___

ঈশ্বর ভিন্ন কেউ নয় আপন ,

অজানা নয়তো কারো কাছে ।

 

আসল কাজে ফাঁকি সবার ,

সংসারেতে হয়ে মশগুল ___

মিথ্যা কিছু চাওয়া পাওয়ায় ,

জীবন যেথা মস্ত বড় ভুল ।

 

সময় পেরিয়ে যায় ক্রমান্বয়ে ,

জীবন লীলা সাঙ্গ হতে ___

বুঝতে রয় না বাকি আর ,

জীবন যেথা মরীচিকা চক্রে ।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।