ভালোবাসার স্বপ্ন আবেগে
মনের মাধুরী মিশিয়ে
রাঙিয়ে তোলার যে অনুভূতি
সে আর আগের মতো সৃষ্টি হয় কী ?
ফুল দেয়া কিংবা নেয়া
অথবা অপেক্ষার প্রহর গুনা
কিংবা ছায়া অবলোকন করা
অথবা সুন্দরে প্রফুল্ল হওয়া
আর হাসিতে হৃদয়ের আকর্ষণে
প্রাণ জুড়িয়ে দেয়া,
এবং সান্নিধ্য পাওয়ার মোহ
জাগ্রত হওয়ার যে বাসনা
আর অনুভূতির তৃষ্ণা মিটানোর যে অনুভব
সেতো অন্তরের গভীরে মিশে
অনন্তের পরম পাওয়া এবং
মিলেমিশে একাকার হয়ে যাওয়া ।
যৌবনের চাহিদায়
আবেগের তাড়নায়
প্রেমোময় ভালোবাসায়
মনকে ছুঁয়ে যায়
এবং আদর-সোহাগে ভরে দেয়
জীবন ও যৌবনের চাহিদায় ।
ভালোবাসা সেতো এক অপরূপ মহিমায়
আত্ম তৃষ্ণার পিপাসা মিটানোর
এক পরম আত্ম তৃপ্তি
আর মধুময় অনন্তের নেশায়
বিভোর হয়ে একীভূত হয়ে যাওয়া ।
ভালোবাসার মায়াজালে বন্দি প্রিয়জন
শুধু মনের আদান-প্রদানে,
নয় কোনো বিনিময়ে কিংবা শর্ত সাপেক্ষে
সেতো শুধু হৃদয়তার টানে ।
আবেগ প্রবণে প্রিয়তম কিংবা
প্রিয়জনকে পাওয়ার আসে
কতোনা স্বপ্নে বিভোর হওয়া
অবশেষে র্স্বর্গীয় সুধার
মনোকামনায় কিছুটা কাল
হৃদয়ের গভীরে সঁপে রাখা ।
এরপর পরন্ত বেলায় ধীরে ধীরে
মনোজগতের স্রোতধারায়
ভাটি বয়ে যায় জীবন তৃষ্ণায় ।
মনের আবেগে বেঁচে থাকার রসায়ন জোগায়
সাধ জাগে কামনার
আশা থাকে বাসনার
কিন্তু সাধ্য নেই ফিরে পাওয়ার
কিংবা ফিরে আসার
শেষ নিঃশ্বাসে যবনিকা টেনে
সেতো শুধু শুন্যতায় মিশে যাওয়া ।
ফিরে না আসা আর ফিরে না পাওয়া
তাহলে কেনো এতো আশা ?
কেনোইবা এতো ভালোবাসা ?
সকল কিছুই মিছে বাসনা
আর নিঃষ্ফল প্রত্যাশা ।
স্বদেশ ভূমি
(এটি গদ্য-
নয় ছড়া কিংবা পদ্য) ।
কবি, সাহিত্যিক ও লেখকঃ রফিকুল ইসলাম (ভুলু)