সময়ের সংলাপঃ
হিমেল হাওয়া বইছে দেখ
সকাল সন্ধ্যা বেলা,
মৃদু হাওয়ায় মন ভাসিয়ে
কিচির মিচির খেলা।
শরতের ঐ মিষ্টি হাওয়ায়
মেঘ বৃষ্টির মেলা,
কখনো রোদ কখনো বৃষ্টি
কাটে সারা বেলা।
নদীর চরে কাশ ফুটেছে
দুলছে মৃদু হাওয়ায়,
ঘ্যাঙর ঘ্যাঙ ব্যাঙ গুলো
ডাকছে খানা ডোবায়।
সাদা সাদা বকের সারি
দলবেঁধে সব উড়ে,
আহার জোগাড় করছে দেখো
মনের সুখে ঘুরে।
শিউলি কদম ফুল ফুটেছে
সবুজ পাতার ফাঁকে,
সারি সারি ডাহুক গুলো
উড়ছে ঝাকে ঝাকে।
এদেশ আমার এদেশ সবার
একই সাথে থাকি,
মনের মাঝে পকৃতি নিয়ে
তাইতো ছঁবি আকি।