সময়ের সংলাপঃ-
সবুজ শ্যামল প্রকৃতির দেশে,
কত রূপ বৈচিত্র রঙের মেলা।
এই শহরের বুকে নেমে এসেছ
আজ বসন্ত বরণ
বসন্ত মানেই তো রঙ,
রঙের খেলা।
দিক-দিগন্তে খুঁজিব তাহারে,
যদি দেখা পাই এই জীবনে,
বিনি সুতার মালা গলায় পরিয়ে,
বাঁধবো জনম জনমের তরে।
কত ফুল ফোটে কত ফুল ঝরে,
কত রঙিন স্বপ্ন বুনে পেয়েছি তারে।
কত শত জনমের ভালোবাসা,
কত স্মৃতি কত ঘৃণা কত ভুল,
তবুও শত স্মৃতি ভুলে,
হৃদয় গহীনে ফোটে বসন্ত ফুল।