কবিতাঃ একাকিত্ব
কবিঃ পলাশ কুমার রায়
তব রিক্ত হস্ত হয়েছে পূর্ণ ,
মিলনের জ্যোৎস্নায়..
পাশ ফিরে খুঁজে দেখিলাম ,
সে প্রেম শূন্যতায় ।
হিয়ার সনে ব্যভিচারী ,
যত সকল বাহানা..
মিছে-মিছি কাছে সকল ,
ক্ষনিকের বন্দনা ।
তবুও রয়েছে আপন-আপন ,
সকল সবার তরে..
জাগতিক জগতে স্বার্থ প্রাধান্য ,
ধন্য রয় মহাজনে ।
চক্রগুহ সম যত রচনা ভার ,
মাকড়সারই নীড়ে ,
আপন স্বজন মেতেছে দেখো ,
বাঘ বন্দি খেলাতে ।
দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলা মন ,
নিন্দায় কিবা আসে..
মানুষ সকল অদ্ভুত স্বভাবের ,
সুখ সময়ে পাশে ।
চক্ষু দেয়ালের ভিড়ে দেখো ,
লাল চক্ষুর দল..
শত যন্ত্রনায় দগ্ধ মন নিয়ে ,
হয়ে যায় নিষ্ফল ।
কভুও আসেনা ফিরে সে সময় ,
যতটুকু মনে জাগে..
রাগ-অনুরাগ মান-অভিমানে ,
সবাই একাকীত্বের সঙ্গে ।