অহংকারী নইকো মোরা আমরা হলাম কবি, লেখনীতে আঁচড় কেটে আঁকি নানান ছবি। বিশ্ব সমাজ দেখি মোরা মনের প্রদীপ জ্বেলে, গগনতলে ভেসে বেড়াই আপন ডানা মেলে।
কেউবা বলে আমরা পাগল কেউবা বলে পাজি, আসলে তা সবই মিছে আমরা অটল মাঝি। ভেবে দ্যাখো তোমরা পাঠক শিখছো কত কিছু কোথায় পেলে সভ্য সমাজ তাকাও ফিরে পিছু।
বর্ণমালা শিখছো সবাই গুরুর মুখে শুনে, ওসব কবি লেখক যাঁরা তাঁরাই গেছেন বুনে। ছন্দ ছড়ায় কাব্য কথন পড়ছো পাখির মতন, এসব কিছুও তাদের লেখা কাব্য মানিক রতন।
গল্প পড়ে জ্ঞানের প্রদীপ জ্বালছো আঁধার প্রাণে, তাঁদের লেখাই ছন্দ সুরে সুধা ছড়ায় গানে। কবি লেখক ক্ষুদ্র মানুষ রবের কৃপায় গড়া, নইলে সবাই লিখতো বসে হতোনা আর পড়া।
চাইলে সবাই এই নিয়ামত পায়না খুঁজে ভবে, আসল পাগল চিনবে তুমি যদি বুঝো তবে।
মোঃ শফিকুল ইসলাম ষ্টাফ রিপোর্টার দৈনিক সময়ের সংলাপ