কবিতা: প্রতিবাদ সুনামি
লেখক: শেখ শোভন আহমেদ
আবারো এই পথ হবে লাল রক্তে রঞ্জিত
আবারো এই পথে পাড়ি জমাবে
সেই কিশোর ছেলেটি যে অধিকার থেকে বঞ্চিত,
আবারো ফিরে আসবে অধিকারগামী
কিশোর আর যুবকেরা
যাদের মনে প্রানে আত্মবিশ্বাস
আর প্রতিবাদে ঘেরা
আবারো দেখবে তোমরা আটচল্লিশ
এর প্রতিরূপ প্রতিবাদ
জানি মৃত্যু হবে নির্ঘাত।
ক্ষুদিরামের মতো ফাঁসিতে ঝুলতে পারি আমি
হাজার হাজার অধিকারের
প্রশ্নে আমি নয় দামি
নেতা রুপী পিসাচ দেখবে
এই রাজপথে অধিকার বঞ্চিতাদের সুনামি।
চলবে প্রতিবাদ চলবে
ঐক্যের মিলনে তাদের বিরুদ্ধে
আবারো প্রতিবাদের আগুন জ্বলবে
তখন হয়তো তারা নাম দেবে
দেশদ্রোহী আর জঙ্গি নাম বলবে
ভেবোনা তাই বলে তোমাদের খুন গুম আর অধিকার ছিনিয়ে নেওয়ার রাজত্ব চলবে।
মনে রেখো আমাদের রক্তে বয়েছে
ফজলুল, ভাসানী আর সুভাষ গুমনামি
মনে রেখো আমরা কিন্তু
প্রতিবাদ সুনামি।