খাঁটি মানুষ পাইনা খুঁজে
অনুরাগে পূর্ণ,
বন্ধুরূপে কাছে এসে
হৃদয় করে চূর্ণ।
কাছের স্বজন হয় কি এমন
শত্রুর চেয়েও পর,
মন মহাজন করিলে পণ
উল্টো বাঁধে ঘর।
হৃদয় ভাঙ্গিলে লাগে না জোরা
ব্যর্থ কারিগর,
আঘাতের চিহ্ন বহন করে
ব্যাথিত নারী নর।
স্বভাব বুঝিয়া করো সন্ধি
আগুনে দিওনা ঝাঁপ,
আবেগের তরে পাবে বরাবরে
অসহনীয় অনুতাপ।
ভালোবাস না মন উজাড় করে
যারা স্বার্থে যায় ভুলে,
অসময়ে নদীও ছুটে
স্রতের বিপরীত অনুকূলে।