–শুন বাঙ্গালি তরুণ ভাই
-ওরা মোদের মায়ের ভাষা
-কেড়ে নিতে চায়
-যে ভাষাতে আছে মায়া
-মা ডাকেতে মধু-
-সেই ভাষাকে বিনাশ করতে
-দিব নাকো কভু
-কোথায় আছো ছাত্র সমাজ,
-কিশোর যুবা মিলে-
-ভাষা রক্ষা করব চলো
-রাজপথে আজ গিয়ে
-১৯৫২ সালের,২১শে ফেব্রুয়ারী
-লক্ষ যুবা সঙ্গে নারী
-মিছিল সারি সারি-
-বাংলা মোদের মায়ের ভাষা,
-বাংলা মোদের প্রাণ-
-বাংলা রক্ষা করতে গিয়ে
-বিলিয়ে দিব জান-
-শত্রু সবে ওত পেতে আজ
-শক্তি অস্ত্র বলে-
-ছুঁড়ল গুলি মারল বোমা
-মিছিল লক্ষ্য করে-
-ভাইয়ের রক্তে রাঙ্গা ভূমি
-ভিজলো পথের ধুলি-
-শহীদ ওরা তাদের ত্যাগে
-পেলাম ভাষার বুলি।
প্রতিবেদনে, আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ