কবিতার নাম: প্রজাপতি”লিখেছেন-তাসমি তাবাচ্চুম।
শিমুল হোসেন নিজস্ব প্রতিবেদক।
————————————————–
নানা রংয়ের পেখম মিলে ঘুরে ফুলে ফুলে
দেখে তারে ফুলেরা
সব বাতাসেতে দোলে।
আনন্দ করে অনুভব
জোড়ে কলরব।
মাতিয়ে রাখে চারিপাশে
আছে যা সব।
তার রংবেরঙের পেখম
গুলো নকশা কাটা
ভারি পেখমেতে
ঝিকমিকিয়ে জ্বলছে
কত জোড়ি।
সারাক্ষণ ছটফটিয়ে
আঁকিবুকি আঁকে দিবা
থেকে রাত্রি সে যে
ফুলের সাথে থাকে।
নকশা কাটা পাখার
মত মূল্যহীন সম্পত্তি
থাকে না সবার কাছে
এ কথাটা সত্যি।
ভাগ্যবান তারা অতি
রংবেরঙের পেখম
মেলা প্রজাপতি।
তাসমি তাবাচ্চুম,মোবাইল 01749563343,