মোদের প্রিয় স্বদেশ
পাইনি আশ্রয় ও আশ্বাস
জন্ম নিয়ে আছি বেদনায়
স্বদেশ দেয়নি ভালোবাসা
পাইনি কোনো আশা
স্বদেশি নেই কোনো আপনজন
শুধু ব্যক্তি স্বার্থ, এটিই চাওয়া
সৎ মানুষ খুঁজে পাওয়া দায়
বেদনায় বাঁচা বড় দায়
আছি বড় বেদনায়
হৃদয়ের অলিগলি
সুখ চায় সদায়
একটু শান্তি নেই
একটু স্বস্তি নেই
এ দেশে জন্ম নেওয়া
যেন এক অভিশাপ
অন্ধকারে আলো খুঁজি
পাই না দিশা আজ
দুঃখগুলো ধেয়ে আসে
বেদনার পোশাকে সেজে
চলো স্লোগান তুলি
দেও মোদের আলো
সুখ চাই, স্বস্তি চাই
মানুষের মতো বাঁচতে চাই।