কবিতার নামঃ “হরেক-রকম কষ্ট”
কবি, হাফিজুর রহমান
হাসতে কষ্ট কাঁদতেও কষ্ট
কষ্টে জীবন করি পার,
চলতে কষ্ট ফিরতেও কষ্ট
কষ্টে এ জীবন ছারখার।
কইতে কষ্ট বইতেও কষ্ট
কষ্টের বোজা পাহাড় সমান,
চোখে কষ্ট মুখেও কষ্ট
এ যেন আজ কষ্টেরই ম্লান।
আহারে কষ্ট বাহারেও কষ্ট
কষ্টে কষ্টে দিবারাত্রি শেষ,
ঘরে কষ্ট বাইরেও কষ্ট
জীবনের প্রতিক্ষণে কষ্টেরি রেশ।
পড়তে কষ্ট লিখতেও কষ্ট
কষ্টের মাঝে কাটে দীনাপাত,
কাজে কষ্ট আলস্যেও কষ্ট
কষ্টের হরেকরকম আঘাত।
প্রতিবেদকঃ মোঃ শফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার,
দৈনিক সময়ের সংলাপ
মোবাইলঃ ০১৭৬৪৮০৯৬৫৯