মুসলিমরা আজ ঘুমিয়ে পড়েছে
জেগেছে অপশক্তি,
আল্লাহ ভুলে কার চরণে
করছি মোরা ভক্তি?
ওমরের মতো শাসক চাই
যে করবে পৃথিবী শাসন,
অত্যাচারীরা মৃত্যু ভয়ে
ছেড়ে দেবে সব আসন।
আলীর মতো যোদ্ধা চাই
যে করবে যুদ্ধ জয়,
যার তরবারি দেখে সহস্র শত্রুর
জাগবে বুকে ভয়।
বেলালের মতো অকুতোভয়
ঈমান থাকা চাই,
শত অত্যাচারেও মুহূর্তের জন্য
আল্লাহকে ভোলেন নাই।
হুজাইফার মতো সেনাপতি চাই
যে লড়বে সাহসের সাথে,
মুসলিম বিদ্বেষী অত্যাচারীরা
ধৃত হবে যার হাতে।
রাসুলের অপমানে অন্তরে যাদের
হয় না যুদ্ধের সৃষ্টি,
রোজ হাশোরে তাদের তরে
ঝড়বে কি করুনার বৃষ্টি?
কোথায় আজ মুসলমানের
অতীত সোনালী গৌরব,
ঈমানের সাথে কি হারিয়ে গেছে
ইসলামের শত সৌরভ?
প্রতিবেদক,
মোঃ শফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার
দৈনিক সময়ের সংলাপ