লুটপাট পাতাফাঁদ
জেসমিন সুলতানা চৌধুরী
তাংঃ ২৮-০৭-২০২৩ ইং
লুট করেছি? বেশ করেছি
তোরা কে ভাই বলার?
আমার মতো আমিই চলি
উঁচিয়ে শাটের কলার।
তোদের সময় বেশ অয়োময়!
করিস নি কি নয়ছয় ?
এখন আবার আলগা পিরিত
পিত্তি জ্বলে ক্ষয় হয়!
দেখাস নে ভয় , কম জানি না
পাবি পুরো টের ,
ফাঁদের নীতি সংজ্ঞাসহ
বুঝবি রকমফের।
হাতি দেখছিস, ঘোড়া দেখছিস
খুব দেখালি ঝাল !
পায়রা খোপে সাপ পুষেছি
মারিস নে আর ফাল ।
Comments are closed.
ধন্যবাদ ” সময়ের সংলাপ “