কমলগঞ্জ, মৌলভীবাজার প্রতিনিধিঃ জি এম,
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মাগুরছড়া ট্র্যাজেডির ২৫তম বার্ষিকী পালিত ও ইউএনও এর মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
১৪ জুন আসলেই মৌলভীবাজার জেলাবাসীকে মনে করিয়ে দেয় সেই ভয়াল স্মৃতির কথা। সেদিন মানুষের মন কত ভীত ছিল। কখন এসে আগুনের লেলিহান শিখায় গ্রাস করে ফেলবে। ১৯৯৭ সালের ১৪ জুন মধ্যরাতে ১টা ৪৫ মিনিটে মাগুরছড়া গ্যাসকূপে বিস্ফোরণের প্রচন্ড শব্দে কেঁপে ওঠে ছিল গোটা কমলগঞ্জ। আগুনের লেলিহান শিখায় লাল হয়ে উঠেছিল মৌলভীবাজার জেলার সুনীল আকাশ। ভীত-সন্ত্রস্থ লোকজন ঘরের মালামাল রেখে প্রাণভয়ে ছুটে ছিল দিগ্বিদিক। প্রায় ৫০০ ফুট উচ্চতায় লাফিয়ে উঠা আগুনের লেলিহান শিখায় লন্ডভন্ড করে দিয়েছিল বিস্তীর্ণ এলাকা। আগুনের শিখায় গ্যাসফিল্ড সংলগ্ন লাউয়াছড়া রিজার্ভ ফরেষ্ট, মাগুরছড়া খাসিয়াপুঞ্জি, জীববৈচিত্র্য, বিদ্যুৎ সঞ্চালন লাইন, ফুলবাড়ী চা বাগান, সিলেট-ঢাকা ও সিলেট- চট্টগ্রাম রেলপথ এবং কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে ব্যাপক ক্ষতি সাধিত হয়। দেশের ইতিহাসে ভয়াবহতম অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ হয় ঘনগভীর বন ও এর সাহচর্যে থাকা বিপুল সংখ্যক প্রাণীবেচিত্র্য। ক্ষতির মুখোমুখি হয় রেল ও সড়কপথ, পানজুম, বিদ্যুৎ লাইনসহ এই অঞ্চলের অসংখ্য স্থাপনা।
দিবসটি উপলক্ষ্যে ১৪ জুন মঙ্গলবার দুপুর ১২টায় সামাজিক ও পরিবেশবাদী সংগঠন পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটির উদ্যোগে মাগুরছড়া গ্যাস বিষ্ফোরণে ক্ষয়ক্ষতির তালিকা জনসম্মুখে প্রকাশ, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান ও কমলগঞ্জের ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবীতে কমলগঞ্জ উপজেলা ময়না চত্বরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসুচী পালন করে।
পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটির সভাপতি মোনায়েম খান এর সভাপতিত্বে সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটির সাধারণ সম্পাদক প্রভাষক সেলিম আহমেদ চৌধুরী, প্রভাষক রাবেয়া খাতুন, সাংবাদিক নির্মল এস পলাশ, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক ও প্রকাশক পিন্টু দেবনাথ প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেণী ও পেশার শতাধিক লোক উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।