শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ

করোনা কালীন খাদ্য সহায়তায় ভুমিকা রাখায় ১০০ জন উদ্যোক্তাকে সম্মাননা প্রদান

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২১০ বার পঠিত

ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ 

ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের মাধ্যমে কোভিড- ১৯ করোনা কালীন সাধারণ মানুষকে জরুরী খাদ্য সহায়তায় অবদান রাখায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের এটুআই প্রকল্প থেকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়। জানা যায়, কোভিড-১৯ চলাকালীন সময়ে দেশের মানুষ যখন ঘর থেকে বের হতে পারছিলনা, ঠিক ওই সময় সরকার জাতীয় হেল্পলাইন ৩৩৩ এর মাধ্যমে দেশের শতাধিক উদোক্তাদের সমন্বয়ে মানুষের ঘরে খাদ্য সহায়তা সহ বিভিন্ন সহযোগিতা করে। উদ্যোক্তারা ৩৩৩ এর এজেন্ট হিসেবে কাজ করে দেশের ক্লান্তি লগ্নে সরকারকে সহযোগিতা করেন। করোনা মহামারীর সময়ে সরকারের জাতীয় হেল্পলাইন ৩৩৩ এর মাধ্যমে জনগণকে জরুরী খাদ্য সহায়তা প্রদানে অবদান রাখায় সারাদেশের ১০০ জন উদ্যোক্তাকে এই সম্মাননা প্রদান করে সরকারের আইসিটি ডিভিশনের এটুআই।

গত রোববার পর্যটন নগরী কক্সবাজারের অভিজাত হোটেল বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজে এ সম্মাননা দেওয়া হয়। এসময় কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশিদ এর সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এটুআই প্রকল্পের পরিচালক (যুগ্ম-সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রীপরিষদ বিভাগের যুগ্ম-সচিব ও এটুআই প্রকল্পের যুগ্ম-পরিচালক ছাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক বিভুষন কান্তি দাশ প্রমুখ।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।