জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ গত কয়েকদিনের কালবৈশাখী ঝড়ে গাইবান্ধার সুন্দরগঞ্জে ঘরবাড়ি সহ গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই কালবৈশাখী ঝড়ে বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা মাদ্রাসা পাড়ার চার অসহায় পরিবার সবকিছু হারিয়ে যখন দিশেহারা ঠিক তখনই সেইসব পরিবারের পাশে এগিয়ে এসেছে সাংসদ সদস্য ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী।ক্ষতিগ্রস্ত চার পরিবারকে ঘর পূর্ণঃনির্মানের জন্য তার ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।
২৩’মে মঙ্গলবার বৈশাখী ঝড়ের নির্মম হানায় সর্বহারা চার পরিবার পরিদর্শন ও চার পরিবারের সদস্য মমিনা বেগম, মক্তব বেগম, আনারুল ইসলাম ও রফিকুল ইসলামের হাতে সাংসদ সদস্য শামীমের আর্থিক সহায়তা তুলে দেন তার বিশেষ প্রতিনিধি দল।সাংসদ সদস্য শামীমের প্রতিনিধি হয়ে উপস্থিত ছিলেন- উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি জহুরুল ইসলাম বাদশা, উপজেলা জাতীয় পার্টির সদস্য আকবর আলী দারোগা,জাপা নেতা মসলিম মিয়াজি,আনোয়ার হোসেন, আব্দুল হান্নান, আবু আলেফ সরকার, মশিউর মেম্বার, আব্দুল জলিল সরকার, খোরশেদ আলম বাদশা, ফারুক আহমেদ, মশিউর রহমান, সফিউল ইসলাম, আলমগীর হোসেন,আব্দুর রাজ্জাব, রুহুল আমিন প্রমুখ।
এসময় তারা বলেন কালবৈশাখী ঝড়ে ফলগাছা গ্রামের চার পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেই খবর শোনা মাত্রই দ্রুত অসহায় পরিবারগুলোর পাশে দাড়ানোর নির্দেশ প্রদান করেন মানবতার সেবক আলহাজ্ব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তারই নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করে তাদের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে এমপি তার ব্যক্তিগত তহবিল থেকে কিছু আর্থিক সহযোগিতা আমাদের মাধ্যমে তাদের হাতে তুলে দিচ্ছেন।