শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদক।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ব্যাংকের প্রধান কার্যালয় ঘোষিত সর্বোত্তম সেবা সার্বজনীন ব্যাংকিং কার্যক্রমের অংশ হিসেবে সাতক্ষীরা কালিগঞ্জ শাখার আয়োজনে ২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকাল ৩ টায় ব্যাংক ভবনে ইমাম, খতিব, কাজী, মোয়াজ্জিনদের নিয়ে সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ম্যানেজার (অপারেশন) আজগর আলী এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখার ব্যাংকের ভিপি এবং শাখা প্রধান নুর মোহাম্মদ।
তিনি বলেন- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেশের আমদানি ও রপ্তানি বৈদেশিক সঞ্চয় সর্বক্ষেত্রে সর্বোচ্চ ব্যাংকিং গ্রাহক সেবায় এগিয়ে। ইসলামী সার্বজনীন ব্যবস্থার মধ্য দিয়ে প্রায় ৪০ বছর এই ব্যাংকের কার্যক্রম সুনামের সাথে চলছে। বিশ্বের এক হাজার ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংক সেবা কার্যক্রম সর্বোত্তম এগিয়ে চলেছে এবং সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখা ব্যাংকের বিনিয়োগ প্রধান মাহবুব আলম রাসেল, জিবি প্রধান সালাউদ্দিন আহমেদ, মাওলানা শেখ মহিবুল্লাহ, মাওলানা শাকির আহমেদ, মাওলানা মোঃ শফিউল্লাহ প্রমূখ। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মোয়াজ্জিন ও বিবাহ রেজিস্টার (কাজী) উপস্থিত ছিলেন।