কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো।
বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি পদ থেকে কাজী কাহফিল অরা সজলকে অব্যহতি প্রদান করা হয়েছে।সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম গত ১৫ এপ্রিল (সোমবার) এক পত্রে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই পত্রের মাধ্যমে জানা গেছে, কাজী কাহফিল অরা সজল বাংলাদেশ আওয়ামী লীগ কুশুলিয়া ইউনিয়ন শাখার সভাপতি হিসেবে দীর্ঘদিন যাবত দায়িত্ব পালন করছেন।ইতোমধ্যে তাকে কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে পদোন্নতি দিয়ে উপজেলা কমিটি অনুমোদন দেওয়া হয়। দলীয় গঠনতন্ত্র মোতাবেক একই ব্যক্তি দলের দুই কমিটিতে থাকতে পারেন না।
এর প্রেক্ষিতে কাজী কাহফিল অরা সজল স্বেচ্ছায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদ থেকে অব্যহতি পাওয়ার জন্য আবেদন জানান।ওই আবেদনের প্রেক্ষিতে কাজী কাহফিল অরা সজলকে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদ থেকে অব্যহতি প্রদান করা হয়েছে। এখন থেকে তিনি ৫ নং কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে পূর্বের ন্যায় দায়িত্ব পালনের অনুমতি প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।