শিমুল হোসেন,তাপস কুমার ঘোষ,নিজস্ব প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে বীর মুক্তিযোদ্ধা অফিসে মুক্তিযোদ্ধাদের সাথে, ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় ও বাজারে ব্যবসায়ী এবং জনসাধারণের সাথে গণসংযোগ করেন, শনিবার (১৯ ই নভেম্বর) সকাল ১০টায়, এসময়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র লিফলেট বিতরণ করেন।
বাংলাদেশ আওয়ামী লীগ মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য ও উপদেষ্টা সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ,সাবেক সদস্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ,সাবেক সভাপতি রোকেয়া হল ও ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যাল, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ৪ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী শেখ মাসুদা খানম মেধা।
তিনি কৃষ্ণনগর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও কেন্দ্রীয় জাতীয় পার্টি’র মহিলা সদস্য সাফিয়া পারভীনের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করেন।
উক্ত গণ সংযোগ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টু, সাধারণ সম্পাদক নূর আহমেদ সুরুজ,কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ফজলুর রহমান সাধারণ সম্পাদক বাবলু হায়দার বাবু।
বাংলাদেশ আওয়ামী লীগ মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ৪ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী শেখ মাসুদা খানম মেধা-তিনি বলেন” বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে আমরা অর্জন করেছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার দেখানো স্বপ্নের পথে যোগ্য নেতৃত্ব দান করে বাংলাদেশকে আজকের পর্যায়ে নিয়ে এসেছেন। বর্তমানে পৃথিবীতে জননেত্রী শেখ হাসিনার মতো নেতৃত্ব বিরল। দেশকে আরও সামনে নিয়ে যেতে হলে শেখ হাসিনার নেতৃত্ব আমাদের দরকার। দুঃখী মানুষের মুখে হাসি ফোঁটাতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না। গৃহহীনদের মুখে হাসি ফোটাতে সরকার বদ্ধপরিকর। দেশের অসহায় ও দরিদ্র মানুষদের বিভিন্ন ভাতার মাধ্যমে সহযোগিতা করছে সরকার।
আরো উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মহিউদ্দিন তরফদার,সহকারী কমান্ডার লিয়াকাত হোসেন।বীর মুক্তিযোদ্ধ শেখ ইমান আলী,বাবুর আলী, ইমান মোড়ল, আব্দুল ওহাব সরদার, আব্দুর রউফ মোড়ল, আব্দুস সবুর সরদার, গোলাম মোস্তফা,আব্দুল আহাত মোড়ল,সন্তান কমান্ড আলম হায়দার, সন্তান কমান্ড আছিয়া পারভীন আলো, আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য তপন কুমার,কৃষ্ণনগর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ফজর আলী গাজী,কৃষ্ণনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন উজ্জল,সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ।