সাতক্ষীরা জেলা কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের ঝায়ামারি এলাকাতে জোরপূর্বক মৎস্য ঘের দখলের পাইতারা করছে। শনিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে এলাকার ভূমিদস্যু সন্ত্রাসী নামে খ্যাত,পরম্পদ লোভী ২ ডজন মামলার আসামি ওহাব পেয়াদা গংয়ের নেতৃত্বে দখল করার চেষ্টা করেন।
স্থানীয়সূত্রে জানা গেছে ঝায়া মারি এলাকার মোকসেদ আলী পুত্র সামিউল্লাহ, আব্দুস সবুর গাজী, সমশের আলী গাজী’র মৎস্য ঘের অবৈধভাবে দখল করার চেষ্টা করেন।একই গ্রামের ভূমিদস্য ওহাব আলী পেয়াদা সহ তার সন্ত্রাসী বাহিনীদের নিয়ে মৎস্য ঘের দখলের চেষ্টা করেন এবং মৎস্য ঘেরে বোম ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছেন।
মালিক’রা সামিউল্লাহ রহমান, আব্দুস সবুর গাজী, সমশের আলী গাজী,আব্দর রশিদ গাজী,আব্দুল বারিমোল্লা’রা সাংবাদিকদের জানান প্রায় ২০ বছর যাবত এই মৎস্য ঘের আমার পরিচালনা করে আসছি। আমাদেরকে পূর্বের শত্রুতা জের ধরে সন্ত্রাসী ও ভূমিদস্য ওহাব আলী পেয়াদা,সেলিম হোসেন, নরিম হোসেন, খালেক রহমান, মনু হোসেন, রশিদ হোসেন,ইলাই রহমান,করিম রহমান,খাদেম আলী, জামশেদ আলী,জাকির হোসেন, রুহুল আমিন,ইয়াকুব সহ ২০/৩০ জন মিলে এই মৎস্য ঘেরটি অবৈধ ভাবে দখলের চেষ্টা করে। মৎস্য ঘের মালিক’রা বিষয় টি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।