নিজস্ব প্রতিবেদক।
কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের খেজুর তলায় জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ২ জন গুরুতর আহত হয়েছে।
বাদী পক্ষের মনিরুজ্জামান (৩৪) মাথা ফেঁটে গুরুতর আহত ও জিয়াউর রহমান (৩৬)এর দুই পায়ের হাঁটুর নিচে উপরে আঘাত করে হাড়ে চোট জনিত যখম করে ২জন আশঙ্কাজনক অবস্থায় কালিগঞ্জের নারায়নপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
থানায় এজহার সূত্রে জানা গেছে,দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন এর মৃত আব্দুল মান্নান গাজীর পুত্র মোঃ মোন্তেজ গাজী (৪৮) বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি এজহার দায়ের করেন।ঘটনা সূত্রে জানা যায়,গত ২৫/০৬/২০২৩ তারিখে সকাল আনুমানিক ৬ টায় ৩০ মিনিটে দিকে সম্পূর্ণ পরি কল্পিতভাবে সকল আসামিরা ১.মৃত কাশেম গাজীর পুত্র করিম গাজী (৪০),২.মৃত ঈমান আলী গাজীর পুত্র আব্দুর রহিম গাজী (৫২)।
৩. রফিকুল ইসলাম রফু এর পুত্র শাহিনুর রহমান শাহিন (২৫), ৪.করিম গাজীর পুত্র,আবুজার (২০),৫.মৃত শামালি গাজীর পুত্র রেজাউল গাজী (৪০) সর্ব সং দক্ষিণ শ্রীপুর এবং মোট ১১ জনের নামে কালিগঞ্জ থানায় এজহার দায়ের করেন মোঃ আব্দুল মান্নান গাজীর পুত্র মোঃ মোন্তেজ গাজী।
বেআইনি জনতা বিভিন্ন দেশী অস্ত্র লোহার রড চাইনিজ কুড়াল বাঁশের লাঠি ইত্যাদি নিয়া সাকিনস্থ দক্ষিণ শ্রীপুর টু বাঁশতলা লাগামী সি এন বি রাস্তার দক্ষিণ পাশে শ্রীপুর মৌজায় বারান বিল নামক বিলে আমাদের ভোগ দখলীয় ১.২৫ একর মৎস্য ঘেরে অনধিকার প্রবেশ করে।
মৎস্য ঘেরের মধ্যে হইতে প্রায় ২২ শতক জমি দখল করিবার উদ্দেশ্যে স্থাপন করিতে থাকে আমি ঘেরের বাসা হইতে উঠিয়ে আসামিদের বাধা-নিষেধ করায় ১নং আসামির হুকুমে সকল আসামিরা বাসের লাঠি লোহার রড সহ সকল ধরনের অস্ত্রপাতি দিয়ে আমাকে এলো পাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা যখন করে। আমার ডাক চিৎকার শুনে আমার আপন ভাগ্নে পার্শ্ববর্তী বিষ্ণুপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের সমজেদ আলী মোড়লের পুত্র মনিরুজ্জামান (৩৪) ও আমার আপন ছোট ভাই জিয়াউর রহমান (৩৬) ঠেকাইতে আসিলে।
সকল আসামিরা লোহার রড বাসের লাঠিদিয়া তাদেরকে ও এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নীলা পোলা জখম করে ১ নং আসামির হাতে থাকা লোহার রড দিয়া হত্যার উদ্দেশ্যে আমার ভাগ্নে মোঃ মনিরুজ্জামানের মাথার বাম পাশে উপরিভাগে সজোরে আঘাত করিয়া।
গুরুতর মাথাফাটা রক্তাক্ত জখম করে মনিরুজ্জামান লুটাইয়া পড়িলে ৩ নং আসামির হাতে থাকা লোহার রড দিয়ে পঙ্গু করিয়া দেয়ার উদ্দেশ্যে মোঃ মনিরুজ্জামানের বাম পায়ের উরুতে আঘাত করিয়া গুরুতর হাড়ভাঙ্গা জখম করে। ৬ নং আসামির হাতে থাকা লোহার রড দিয়ে আমার ছোট ভাই জিয়াউর রহমান এর দুই পায়ের হাঁটুর নিচে আঘাত করিয়া হাড়ে চোট জনিত জখম করে।
এ সময় আমাদের সকলের ডাক চিৎকার শুনে স্থানীয় এলাকাবাসী উপস্থিত হয়ে আমাদের কে উদ্ধার করে। আসামীরা তাৎক্ষণিক সঙ্ঘবদ্ধভাবে আমাদের ঘেরের সিমেন্ট শীট দিয়ে ছাউনি যুক্ত বাসা ঘরটি সহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে ও ঘেরে পেতে রাখা আটল থেকে বিভিন্ন প্রজাতির মাছ সংরক্ষণ করে নিয়ে চলে যায় যার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা।
উক্ত আসামিরা পরস্পর হিংস্র সন্ত্রাস মাস্তান ভূমিদস্য দাঙ্গাবাজ লাঠিয়াল প্রকৃতির ব্যক্তিবর্গ ভিপি কেস নং ৮৮/৭৪-৭৫ মূলে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা শ্রীপুর মৌজায় ১৭৯ নং জে এল এর অধীন ১ / ১ খতিয়ানে ৮২৬০,৮২৬১, ৮২৬৭, ৮২৬৯ দাগে ১.২৫ একর সম্পত্তি আমরা তিন ভাইয়ের নামে ডিসি আর প্রাপ্ত হইয়া দীর্ঘদিন যাবত ভোগ দখল করিয়া আসিতেছি উক্ত সম্পত্তিতে আমাদের একটি মৎস ঘের আছে। আসামিপক্ষ উক্ত ৮২৬১ দাগে ২২ শতক জমি আমাদের ঘেরের মধ্যে হইতে জোরপূর্ব জবরদখল করার চেষ্টা করে।
এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুন রহমান বলেন”এজাহার দায়ের হয়েছে, তবে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছিল আসামিদের আটকের চেষ্টা চলছে।