শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ
কালিগঞ্জ উপজেলার ২নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সাথে মতবিনিময় করেন কালিগঞ্জ থানার নবগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুন রহমান।বুধবার (৪ জানুয়ারি) সকাল ১০টায় বিষ্ণুপুর (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানটি ইউনিয়ন পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার নবগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুন রহমান বলেন” ইউনিয়নের সার্বিক আইন শৃংখলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আরো বলেন”আপনারা যদি আমাদের সহযোগিতা করেন আমি মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং,জঙ্গিবাদ, রাষ্ট্র বিরোধী, ব্যভিচার, চুরি মুক্ত করবো ইনশাল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ শেখ মোর্শেদ আলী,বিষ্ণুপুর ইউনিয়ন সহকারি “বিট” অফিসার সেলিম রেজা।বিষ্ণুপুর ইউনিয়ন এর প্যানেল চেয়ারম্যান আফসার উদ্দিন, ইউপি সদস্য শেখ সিরাজুল ইসলাম,পীযূষ কান্তি রায়,জি এম আব্দুল কাদের, খলিল সরদার, গোলাম রব্বানী, আব্দুস সালাম,জাহিদ আলম, ফারজানা সৈকত, ইউপি সদস্যা লাইলী পারভিন,রোজিনা আক্তার, পূর্ণিমা রানী, ইউপি সচিব মনজুর আলম পলাশ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন (বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার) উপজেলা কমিটির সহ-সভাপতি গোবিন্দ লাল সরদার, নির্বাহী সদস্য ও আওয়ামী নেতা সমীর কুমার মন্ডল। যুবলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা সন্তান নুরুল ইসলাম মোড়ল ইউনিয়ন উদ্যোক্তা তাপস কুমার প্রমুখ। অনুষ্ঠান শেষে বিষ্ণুপুর রামকৃষ্ণ মেমোরিয়া’ল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন অফিসার (ওসি) ইনচার্জ মামুন রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রাম পুলিশ, সাংবাদিক সহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।