শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদকঃ
কালিগঞ্জ উপজেলা ২নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার কম্বল হতদরিদ্র দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষদের হাতে ৩শ কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (৩১শে ডিসেম্বর) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ চত্বরে প্যানেল চেয়ারম্যান আফসার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী সঞ্চয় উন্নয়ন কর্মকর্তা ও ইউনিয়ন ট্যাগ কর্মকর্তা আল মামুন,ইউপি (সচিব) বিশ্বজিৎ অধিকারী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য শেখ সিরাজুল ইসলাম,পীযূষ কান্তি রায়,গোলাম রব্বানী, খলিল সরদার,ফারজানা শওকাত,ইউপি সদস্যা লাইলী পারভীন,রোজিনা খাতুন,পূর্ণিমা রানী মিজানুর রহমান ঢালী প্রমূখ।
এ সময় বক্তারা বলেন”জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধ্যান-জ্ঞান-স্বপ্ন ছিল এদেশের মানুষকে নিয়ে। তিনি ছোট বেলা থেকেই এদেশের মানুষের কল্যাণে কাজ করেছেন।
তিনি সব সময় ন্যায়ের পক্ষে কথা বলতেন অন্যায়ের প্রতিবাদ করেছেন,যার ফলে তাঁর জীবনের ২৩ বছর জেলে কাটাতে হয়েছে।তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার মতোই দেশের মানুষের কল্যাণে এবং স্মার্ট বাংলাদেশ করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।