শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদক।
কালিগঞ্জ উপজেলার ২ নং বিষ্ণপুর ইউনিয়নে মুকুন্দপুর চৌমুহনী থেকে ফরিদপুর রোড শ্রীরামপুর কমিউনিটি হাসপাতাল সংলগ্নে রাস্তাটি বেহাল দশা।
নিজের ব্যক্তিগত উদ্যোগে।বুধবার (৮ই মার্চ) সকাল থেকে রাস্তাটি মেরামত করে দিলেন বিষ্ণুপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বারবার নির্বাচিত ইউপি সদস্য ও সাবেক উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি শেখ সিরাজুল ইসলাম।গ্রাম থেকে নেঙ্গি ফরিদপুর,মুকুন্দপুর চৌমুহনী,বালিয়াডাঙ্গা,মৌতলা বাজারে যাওয়ার একমাত্র রাস্তা এটি। এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী যাতায়াত করে।এই রাস্তাটি নিয়ে বিপাকে পড়েছিল স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা।
বিষ্ণুপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ডের বারবার নির্বাচিত ইউপি সদস্য ও সাবেক উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি শেখ সিরাজুল ইসলাম বলেন,আমি গ্রামের মানুষের চলাচলের কষ্ট ও দুর্ভোগের কথা চিন্তা করে আমি এ গ্রামের সন্তান হিসেবে আমার ব্যক্তিগত উদ্যোগে ও অর্থায়নে যতটুকু সম্ভব মেরামত করে দিয়েছি।
স্থানীয় একাধিক ব্যক্তি বলেন” এরাস্তাটি দিয়ে একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও তিনটি প্রাথমিক বিদ্যালয় ও দুটি মাদ্রাসার শিক্ষার্থীরা আসা যাওয়া করে। রাস্তাটিই এ এলাকার ছাত্রছাত্রীদের যাতায়াতের একমাত্র পথ। তাই আমার উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সহ-সভাপতি ও বিষ্ণুপুর ইউনিয়নের ইউপি সদস্য শেখ সিরাজুল ইসলামকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।