তাপস কুমার ঘোষঃ
কালিগঞ্জ উপজেলার পল্লীতে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামে। ইছার আলী ছেলে মো: শিমুল হোসেন (১৪) নামের এক কিশোর বজ্রপাতে মারা যায়। বৃহস্পতিবার ( ৯ মে ) আনুমানিক দুপুর ২ টা সময়ে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় যে , শিমুল হোসেন বৃষ্টি আসার পূর্বে পার্শ্ববর্তী খালে মাছ ধরতে যায় কিন্তু কিছু সময়ের মধ্যে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয় এবং একপর্যায়ে শিমুল হোসেন বজ্রপাতের কবলে পড়েন।
বৃষ্টি থেমে গেলেও ছেলের আসতে দেরি হচ্ছে এমনটা ভেবে তার মা শিরিনা পারভীন খোঁজ নিতে যান এবং গিয়ে দেখেন তার ছেলে মাটিতে লুটিয়ে পড়ে আছে। তাৎক্ষণিক তার ডাক চিৎকারে স্থানীয়রা জানতে পেরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে এবং পল্লী চিকিৎসক মোস্তাফিজুর রহমান (মনুকে) খবর দেন। পল্লী চিকিৎসক তাদের বাড়িতে এসে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
শিমুল হোসেনের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। এদিকে ছেলেকে হারিয়ে মা বাবা সহ দুই ভাই এখন শোকে পাথর প্রায়, পরিবারটি সহ আশেপাশে সকলের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এ নিউজটি লেখা পর্যন্ত বজ্রপাতে মৃত ব্যক্তির মৃত দেহ নিজস্ব বাড়িতে ছিল বলে জানা যায়।