শিমুল হোসেন,তাপস কুমার ঘোষ:
কালিগঞ্জে শেখ রাসেল স্মৃতি সংঘের সাইনবোর্ড ভাঙচুরের অভিযোগ উঠেছে।গতকাল গভীর রাতে (১০ জুন) এ ঘটনাটি ঘটে।ঘটনাটি ঘটেছে উপজেলা ‘র বিষ্ণুপুর ইউনিয়নের বেজুয়া ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ফরিদপুর গ্ৰামে।
এবিষয়ে শেখ রাসেল স্মৃতি সংঘের সভাপতি মাষ্টার জেহের আলী তিনি সাংবাদিকদের বলেন”প্রতিদিনের ন্যায় আমি সকাল ৭টার সময়ে শেখ রাসেল স্মৃতি সংঘের অফিসে আসি এবং সাইনবোর্ডটি ভাঙচুর দেখতে পাই এবং শেখ রাসেল স্মৃতি সংঘের অফিস ঘরটি ২০১৫ সালে স্থাপিত হয়ে সেখান থেকে নিরবিচ্ছিন্ন ভাবে পরিচালিত হয়ে আসছে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই।আমি পরবর্তীতে বিষয়টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক সরদার ও উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আবু তালেব সরদারকে জানালে তাৎক্ষণিক ঘটনাস্থলে আসেন।
এ সময় উপস্থিত ছিলেন শেখ রাসেল স্মৃতি সংঘের সিনিয়র সহ-সভাপতি অলিউর রহমান,সাধারণ সম্পাদক শেখ মোস্তফা, সাংগঠনিক সম্পাদক ও ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবু হানিফ, সহ-সভাপতি আনারুল ইসলাম। যুবলীগ নেতা ও ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ সিরাজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শাহ্ আলম ঢালী প্রমুখ।এ সময় উপস্থিতি সকলে বলেন অতি দ্রুত দুর্বৃত্তদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।এ নিউজটি লেখা পর্যন্ত থানায় জিডি করার প্রস্তুতি চলছিল।